নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ মাস আগে বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সোনার বাংলা গড়ার কথা। আর পাঁচ মাস পর ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন বাবুল সুপ্রিয় বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালিদের উপর তেমন ভরসাই করেন না। একটা সময় তিনি ছিলেন নরেন্দ্র মোদীর নয়নের মণি। চোদ্দর ভোটে আসানসোলে প্রচারে এসে বলেছিলেন 'মুঝে বাবুল চাহিয়ে।' তারপর প্রথম বার সাংসদ হয়েই কেন্দ্রে মন্ত্রী। বাবুল হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। মোদী-শাহ বলতে অজ্ঞান ছিলেন গায়ক সাংসদ। সেই বাবুল তৃণমূলে যোগ দিয়েছেন। নবান্নে গিয়ে দিদির সঙ্গে দেখা করে বাংলার জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছেন। রাজধানী এক্সপ্রেস থেকে নেমে বাবুল বলেন, 'গত সাত থেকে আট বছরে আমার কোথাও মনে হয়েছে, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না।