দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ ঘূর্ণাবর্তের জেরে রাতভর বৃষ্টি। আর তার জেরেই ভেঙে গেল যোগাযোগের একমাত্র গ্রামীণ রাস্তা। ঘটনাটি ঘটে বুধবার সকাল এগারোটা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের শিরিষডাঙ্গা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গল ও বিভিন্ন এলাকার কৃষিজমির উপর দিয়ে বয়ে আসা বৃষ্টির জল ভেঙে যাওয়া কালভার্ট দিয়ে পাস হয়। ফলে কালভার্টে জলের চাপ বাড়ে। যে কারণে কালভার্টের একটি অংশ অর্ধেক ভেঙে গেলেও আরেকটি অংশ পুরোপুরি ভেঙে যায়। যার ফলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশাপাশি 10 থেকে 12 টি গ্রামের। স্থানীয়দের দাবি অস্থায়ী ভাবে হলেও দ্রুত যাতায়াতের ব্যবস্থা করুক প্রশাসন। মনিদহ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে যাতায়াতের জন্য।