দিগবিজয় মাহালি, খড়্গপুরঃ রাত থেকে একটানা বৃষ্টি তে নাজেহাল খড়গপুর শহরবাসি । বৃষ্টির জলে ডুবল গোটা খড়্গপুর শহর । বাদ যায়নি বিশ্বের অন্যতম খড়গপুর রেলওয়ে স্টেশনও। খড়্গপুর স্টেশনে ঢোকার মুখেই থইথই করছে বৃষ্টির জল, ঝোড়ো হাওয়ার ফলে বেশ কিছু সাজানো গাছপালা উল্টে যায় জলের মধ্যেই। এক, দুই , তিন সমস্ত প্ল্যাটফর্মের রেললাইন জলের তলায় । বৃষ্টি পড়েই চলেছে খড়্গপুর শহর জুড়ে।