পুলিশের জালে কেন্দ্রীয় ভুয়ো ভিজিল্যান্স অফিসার

author-image
Harmeet
New Update
পুলিশের জালে কেন্দ্রীয় ভুয়ো ভিজিল্যান্স অফিসার

মানালি দত্ত, মুর্শিদাবাদঃ কেন্দ্রীয় ভুয়ো ভিজিল্যান্স অফিসার ধরা পড়ল মুর্শিদাবাদে। ধৃত ভুয়ো ভিজিল্যান্স অফিসারের নাম সেখ আরিফুল(২৭)। পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায় আসে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ধৃত ভুয়ো অফিসার সেখ আরিফুল। সেখানে এসে এক হাতুড়ি চিকিৎসকের সাথে তার পরিচয় হয় এবং ওই অফিসার ভিজিল্যান্সের ভুয়ো কাগজ পত্র দেখিয়ে বলে আপনাকে ৫ লক্ষ টাকা দিতে হবে না হলে আপনার বিরুদ্ধে কেস করা হবে। চিকিৎসক ওই অফিসারকে বলে আগামী ২৮ শে সেপ্টেম্বর আপনি আসবেন সেদিন আমি ৫ লক্ষ টাকা আপনাকে দেব। ঘটনার খবর দৌলতাবাদ থানার পুলিশ জানতে পারে এবং মঙ্গলবার ভুয়ো অফিসার টাকা নিতে আসলে গভীর রাত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। পুলিশ ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।