নিজস্ব সংবাদদাতাঃ ত্বকের যত্নে চিয়া সিডসের নানা উপকারিতারকথা যখন জেনেই ফেললেন; তাহলে এবার জেনে নিন, বাড়িতেই কিভাবে চিয়া সিডস ফেস প্যাক তৈরি করবেন
উপকরণ
দুই টেবিল চামচ চিয়া সিডস
এক টেবিল চামচ অলিভ অয়েল
এক টেবিল চামচ মধু
ফেস প্যাক তৈরির পদ্ধতি ও ব্যবহারবিধি
একটি কাচের বা পাথরের বাটিতে দুই টেবিল চামচ চিয়া সিডস নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখুন। ঘন্টা খানেক পর একটি ছাঁকনির সাহায্যে চিয়া সিডস থেকে জল ঝরিয়ে নিন। এবারে মধু ও অলিভ অয়েল ভিজিয়ে রাখা চিয়া সিডসের সঙ্গে ভাল করে মিশিয়ে ফেস প্যাক তৈরি করে নিন। উষ্ণ জলে মুখ ধুয়ে নরম ও পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে তৈরি করে রাখা চিয়া সিডস ফেস প্যাক মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এরপর ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না। সপ্তাহে একবার করে এই ফেস প্যাক লাগিয়ে দেখুন, কেমন উজ্জ্বল হয়ে ওঠে আপনার ত্বক!
আরও খবরঃ https://anmnewsenglish.in/Home/GetNewsDetails?p=1033
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm