সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ ইন্দো ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁর সঙ্গে পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শহর ও কলকাতা পর্যন্ত বেশ কয়েকটি বাস চালানোর সিদ্ধান্ত নিল এন.বি.এস.টিসি। মঙ্গলবার জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বাস টার্মিনাস পরিদর্শনের পর এই সিদ্ধান্তের কথা জানান এন.বি.এস.টিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। জে.ডি.এর ওই বাস টার্মিনাস নিগমের তরফে খোলা হবে টিকিট কাউন্টার। চালক ও কর্মচারীদের রাত্রিবাসেরও ব্যবস্থা থাকবে টার্মিনাসে। পুজোর আগেই যাতে সীমান্ত শহরের সঙ্গে জেলার অন্যান্য জায়গার যোগাযোগ সুগম করা যায়, সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।