নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাসে অর্থাৎ অক্টোবরে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা ওপ্পো। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি টিজার প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ভারতে ‘এ’ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো সংস্থা। কিন্তু কোন ফোন লঞ্চ হবে, অর্থাৎ ফোনের মডেল সম্পর্কে কিছু জানা যায়নি। তবে অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশিত হওয়ায় এটা স্পষ্ট হয়েছে যে এই ই-কমার্স সংস্থা থেকে কেনা যাবে ওপ্পো ‘এ’ সিরিজের আসন্ন স্মার্টফোন। পয়লা অক্টোবর এই ফোন লঞ্চ করবে ওপ্পো।