নিজস্ব প্রতিনিধিঃ আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। বর্তমানে জলাতঙ্ক রোগে এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষ প্রথম।তাই এই দিনটি পালন করার উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের প্রোগ্রেসিভ ভেটেরিনারী ডক্টরস অর্গানাইজেশন। এদিন ডেবরা অডিটোরিয়াম হলে এলাকার প্রায় একশোটি কুকুরকে র্যাবিস ভ্যাক্সিন দেওয়া হয়। দেশী,বিদেশী সমস্ত কুকুরকেই এই ভ্যাক্সিন দেওয়া হয়েছে।এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডেবরার বিডিও সিঞ্জিনি সেনগুপ্ত,কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী,পশু চিকিৎসক সহ অন্যান্যরা। এলাকায় জলাতঙ্ক রোগ কমানোর লক্ষ্যে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে।পশু চিকিৎসক শান্তি দেব বিশই জানান, “২০৩০ এর মধ্যে যদি আমরা সমস্ত কুকুরকে ভ্যাক্সিন প্রদান করতে পারি, তাহলে জলাতঙ্ক একবারেই নির্মুল হয়ে যাবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি”।