নিজস্ব সংবাদদাতাঃ পুজোর সময় মেয়েরা তাদের চুল নিয়ে নানান স্টাইলিং করতে পছন্দ করেন। কিন্তু তার মাঝে যদি চুল ঝরতে থাকে, তাহলে কোনও স্টাইলিংই করা যায় না ঠিক মতো। তাই পুজোর আগেই বন্ধ করুন চুল পড়া। কীভাবে? সবার আগে খুশকি দূর করতে হবে।
১) লেবু মাখুন চুলে, ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
২) দই, ডিম, মধু দিয়ে প্যাক বানিয়ে চুলের গোড়ায় এবং পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন।