কলেজের পড়ুয়াদের টিকাকরণ সম্পন্ন করবে পুরসভা

author-image
Harmeet
New Update
কলেজের পড়ুয়াদের টিকাকরণ সম্পন্ন করবে পুরসভা

নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের কারণে গত বছরের মার্চ মাস থেকে স্কুল কলেজের দরজায় তালা ঝুলছে। ভাইরাসের প্রকোপ এখন বাংলায় বেশ কম। চলছে টিকাকরণ  প্রক্রিয়াও। গত কয়েকদিন ধরেই তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আবার খুলে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। সরকার থেকে জানানো হয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া শুরু হবে শিগগিরি। কলকাতা পুরসভা  সেই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শহরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভ্যাক্সিন দেবে পুরসভা। ৮ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কলকাতার মোট ৫৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হবে ২৯ তারিখ থেকে। কোভিশিল্ড ভ্যাক্সিন দেওয়া হবে।