নিজস্ব সংবাদদাতাঃ ভারতে তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি মাসের শেষেই ভারত বায়োটেকের তৈরি ভ্যাক্সিনকে অনুমোদন দেওয়ার কথা ছিল। তবে হু-এর তরফে এখনই তা করা হচ্ছে না। এর ফলে যেসব ভারতীয় কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁদের বিদেশযাত্রা এখনও আটকে। সোমবার হু-এর তরফে ভারত বায়োটেকের কাছে আরও একগুচ্ছ প্রশ্ন পাঠানো হয়েছে। যদিও হায়দরাবাদের সংস্থা বরাবর দাবি করে এসেছে হু-এর কাছে তারা প্রয়োজনীয় সমস্ত নথি, তথ্য পাঠিয়ে দিয়েছে। কবে এই ভ্যাক্সিন অনুমোদন পাবে তা এখনও অনিশ্চিত। হু-এর অনুমোদন ছাড়া কোভ্যাক্সিন কোনও দেশে কোভিড প্রতিরোধকারী ভ্যাক্সিন হিসেবে স্বীকৃতই হবে না। ফলে যাঁরা এই ভ্যাক্সিন নিয়েছেন, তাঁদের বিদেশযাত্রার পথে অনেক বাধ্যবাধকতা আসবে।