রায়গঞ্জ মেডিকেল কলেজে মৃত্যু হল ১০ দিনের শিশুর

author-image
Harmeet
New Update
রায়গঞ্জ মেডিকেল কলেজে মৃত্যু হল ১০ দিনের শিশুর


সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর : প্রবল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মৃত্যু হল ১০ দিনের এক শিশুর। সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ বিভাগে শিশুটির মৃত্যু হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সুরজ মুর্মু। বাড়ি করণদিঘি থানার রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে। গত ২৫ সেপ্টেম্বর প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ বিভাগে ভর্তি হয়েছিল শিশুটি। এদিন সকাল থেকেই ওই শিশুর অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। সকাল ১০টা নাগাদ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত শিশুর মা জানান, চলতি মাসের ১৮ তারিখ রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সন্তানের জন্ম দেন তিনি। প্রথমদিকে তাঁর সন্তানের শারীরিক অবস্থা ভালোই ছিল। তবে ৫ দিন পর জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তিনি সন্তানকে রসাখোয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে শিশুটিকে রেফার করা হয়। তবে ক্রমশ শিশুটির অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এদিন সকালে সেখানে শিশুটির মৃত্যু হয়। মেডিকেল সূত্রে খবর একমাসে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে তিনজন এবং এসএনসিইউ বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে।