সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ 'দুয়ারে সরকারের' পর কালিচিনি ব্লক প্রশাসনের বিশেষ উদ্যোগ 'দুয়ারে রূপশ্রী'। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যুবতীদের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প ঘোষণা করেছে। স্বাভাবিক ভাবেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারেও এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে করছে জেলা প্রশাসন। যেসকল পরিবার ফর্ম ফিলাপ করতে পারেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ফিলাপ থেকে শুরু করে রাজ্য সরকারের এই টাকা তুলে দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ারের কালিচিনি ব্লকের ত্রিবেণী টোল জয়গাঁও এলাকায় এক পরিবারের হাতে রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়।জানাগিয়েছে নুর সেলিম মিয়ার কন্যা বিউটি খাতুনের বিয়ের দিন উপস্থিত হয় বি.ডি.ও প্রশান্ত বর্মন। এরপর বিউটি খাতুনের হাতে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের এই টাকা তুলে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই বিয়ের দিন রাজ্য সরকারের টাকা পেয়ে যথেষ্টই আপ্লূত।