নিজস্ব সংবাদদাতাঃ এবারে নাসা তার অন্যতম শক্তিশালী এবং উন্নত স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে। এই স্যটেলাইটের নাম ল্যান্ডস্যাট-৯। পৃথিবীকে মহাকাশ থেকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করাই এই স্যাটেলাইটের প্রধান কাজ। United Launch Alliance রকেটে করে উৎক্ষেপণ করা হবে নাসার এই স্যাটেলাইট। ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ আজ ভারতীয় সময় রাত ১১টা ৪২ মিনিটে ল্যান্ডস্যাট-৯ উৎক্ষেপণ করা হবে। সূত্রের খবর অনুযায়ী, প্রতি ৯৯ মিনিট অন্তর একবার করে পৃথিবীর অরবিটের চারপাশে ঘুরবে ল্যান্ডস্যাট-৯। তাছাড়াও দিনে ১৪টি অরবিটে ভ্রমণ সম্পূর্ণ করবে এই স্যাটেলাইট।