সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ দীর্ঘদিন থেকে বন্ধ নদী থেকে বালি-পাথর তোলার কাজ। স্বাভাবিক ভাবেই কর্মহীন হয়ে পড়েছেন এই ব্যবসার সাথে যুক্ত কয়েক হাজার শ্রমিক। নদী থেকে বালি পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে সোমবার আলিপুরদুয়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এই পেশার সঙ্গে যুক্ত কয়েকশো শ্রমিক ও ট্রাক মালিকদের সংগঠন। শ্রমিকদের বিক্ষোভের জেরে সপ্তাহের প্রথম দিন প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার কাজকর্ম শিকেয় উঠেছে। এদিন কালচিনি ব্লকের জয়গাঁ, হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, হাসিমারা থেকে কয়েকশো শ্রমিক এবং ট্রাক মালিকরা দুপুর বারোটায় প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। জেডিএস ট্রাক এন্ড ট্রাকটর ওনার্স আ্যসোশিয়েশনের সভাপতি এম,ডি নাইস বলেন, 'বালি পাথর তোলার উপর নিষেধাজ্ঞা না তুলে নিলে আমরা পরিবার নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আমরন অনশনে বসবো।'