রাহুল পাসোয়ান, ধানবাদঃ মাইথন ও পাঞ্চেত ড্যাম...এই দুই ড্যাম মিলিয়ে মোট ৩৬০০০ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ। এত মাত্রায় এই জল ছাড়ায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকায় জল মগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতি মধ্যে এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে রাস্তায় নোমেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। গত কয়েকদিনে পশ্চিমাঞ্চল এলাকায় টানা নিম্ন চাপের জেরে বৃষ্টি হচ্ছে ।
এই অবস্থায় পুরুলিয়া ও ঝাড়খন্ড-এর বর্ডারে অবস্থিত পঞ্চায়েত ড্যাম ও মাইথন ড্যামে জলস্তর বেড়ে যাওয়ায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কাল ডিভিসি কর্তৃপক্ষ প্রায় সাড়ে ২২ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এদিন সেই মতো জল ছাড়া শুরু করে দেয় কর্তৃপক্ষ। এতো জল ছাড়ায় স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় জল জমতে শুরু করেছে। প্রশাসন তরফে সতর্ক করা হয়েছে।