নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: গত সপ্তাহেই কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে একটানা বৃষ্টি হয়ে গিয়েছে। এবার ফের দুর্যোগের ভ্রুকুটি।আগামী কয়েকদিন নিম্নচাপ, ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টিই সঙ্গী হতে চলেছে রাজ্যবাসীর। এখনও অবধি এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বাঁধা শুরু করেছে নবান্ন। জানা গিয়েছে বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসক ও পুলিশসুপারদের নিয়ে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই পরিস্থিতিতে উপকূলের জেলাগুলিতে জারি হয়েছে বিশেষ সতর্কতা। বিপর্যয় এড়াতে জারি করা হল বিধিনিষেধ। দিঘায় বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্রস্নান। মাইকযোগে চলছে সতর্কবার্তার প্রচার।
অন্যদিকে, পঞ্চায়েত প্রধান জানান, “তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়াচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতিও যথেষ্ট তৎপর। আমরা আপ্রাণ চেষ্টা করব ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে।”