হরি ঘোষ, দুর্গাপুর : পুজোর আগে মাথাচাড়া দিচ্ছে করোনা, থাবা বাড়াচ্ছে বাচ্চাদের শরীরে। উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরে। দুর্গাপুর মহকুমার কোকওভেন থানা এলাকা, দুর্গাপুর ইস্পাত নগরীর বেশ কিছু এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক ভবনে করোনা নিয়ে জরুরি বৈঠক হয় সোমবার দুপুরে। এদিন জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক কেকা মুখার্জী দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসু, মেয়র পারিষদ সদস্য স্বাস্থ্য রাখি তিওয়ারি, বণিক সভা এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাজারে বেরোলে মাস্ক পড়তেই হবে, বাচ্চাদের কোলে নেওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। বহুতল আবাসনে উঠতে লিফটের ব্যবহার এড়াতে হবে। প্রত্যেক বাজারে অভিযান চালানো হবে। মাস্ক না পড়লে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কনটেন্টমেন্ট জোন নিয়ে এখন তেমন কিছু ভাবা না হলেও আক্রান্তের সংখ্যা বাড়লে সে বিষয়ে ভাবা হবে। পুজোর আগে সকলকে সচেতন থাকার কথা এবং ভিড় এড়িয়ে চলার কথা জানানো হয়।