রাতের মায়াবি কৌশানি

author-image
Harmeet
New Update
রাতের মায়াবি কৌশানি



নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছর পুজোয় মানুষের ভীড় ঠেলতে ঠেলতে যদি প্রাণ হাঁফিয়ে ওঠে তাহলে স্বস্তির নিশ্বাস নিতে কৌশানি থেকে ঘুরে আসা যাক। হিমালয়ের কাঠগোদাম থেকে কৌশানি ১৩৩ কিমি। সোজা গেলে সময় লাগে পাঁচ ঘণ্টার মতো। তবে কৌশানির মতো জায়গায় বিকেলের পর না যাওয়াই ভালো। পাহাড় সন্ধ্যার পর আরও বেশি মায়াবি ও ভয়ঙ্কর হয়ে ওঠে। সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত রানিখেত ঘুরে আসুন সেই সময়ে। রানিখেত ছবির মতো সুন্দর এক জায়গা। কৌশানিতে যাওয়ার আগেই এই জায়গায় ঘুরে আসলে ঘোরার মজা আরও দ্বিগুন হয়ে যাবে।