নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে, পুজোর পর স্কুল খোলা হবে। এবার সেই উদ্যোগ নিল স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই স্কুল খোলার তোড়জোড় শুরু করা হয়েছে। ক্লাস শুরু হওয়ার আগে আপাতত পড়ুয়াদের আধার কার্ড নথিভূক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। মূলত নবম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ১, 8, ৫, ৭ ও ৮ অক্টোবরে আধার কার্ড নথিভুক্ত করার প্রক্রিয়া চলবে। স্কুল শিক্ষা দফতরের সচিব জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া চালানো হবে, তবে পুজোর পর সম্পূর্ণভাবে পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।