ছুটি কাটাতে যাচ্ছে মার্স রোভার

author-image
Harmeet
New Update
ছুটি কাটাতে যাচ্ছে মার্স রোভার

​নিজস্ব সংবাদদাতাঃ 

ছুটিতে যাচ্ছে নাসার মার্স রোভার পারসিভের‍্যান্স। কয়েক সপ্তাহ আগেই সফলভাবে মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশ থেকে রক স্যাম্পল সংগ্রহ করেছিল এই রোভার। এবার কয়েকদিনের জন্য ছুটি কাটাবে লালগ্রহে থাকা নাসার পাঠানো এই যন্ত্র। সর্বোপরি অবতরণের পর থেকে নাগাড়ে কাজ করে যাচ্ছে রোভার পারসিভের‍্যান্স। আর তাই এবার তার কয়েকদিনের জন্য ছুটি প্রয়োজন। তাই আগামী কয়েকদিন বিজ্ঞানভিত্তিক কাজকর্ম থেকে দূরে থাকবে এই যন্ত্র।

তবে একটি নির্দিষ্ট সময়ের জন্যই ছুটিতে যাবে রোভার। আর সেই নির্দিষ্ট সময় বেছে নেওয়ার পিছনেও রয়েছে একটি যুক্তিযুক্ত কারণ। আপাতত সোলার কংজাংশনের জন্য অপেক্ষা করছে রোভার পারসিভের‍্যান্স। কারণ এই বিশেষ পর্যায়ে মঙ্গলগ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থা করবে সূর্য। ফলে উক্ত দুই গ্রহের মধ্যে যেসমস্ত সংযোগকারী সিগন্যাল চলাচল করছিল, সেগুলো বাধা পাবে। ফলে দুই গ্রহের মধ্যবর্তী সংযোগ ছিন্ন হবে। তাই এই বিশেষ পর্যায়কে ছুটি কাটানোর আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছে রোভার পারসিভের‍্যান্স।