নিজস্ব সংবাদদাতাঃ বাড়িতে ঈশান কোণে বুক শেল্ফ রেখে সেখানে বইপত্র রাখলে পড়াশোনার প্রতি মনসংযোগ আরও বাড়তেপারে বলে মনে করা হয়। যেখানে বুক শেল্ফ থাকবে, সেখানে যেন কোনও মতেই ধুলো আর নোংরা জমা না হয়। ধুলো আর ময়লাতে একটি ইতিবাচক দিকের প্রভাব বন্ধ হয়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয় । বলে মনে করছেন বাস্তুশাস্ত্রবিদ