নিজস্ব সংবাদদাতাঃ পুজোর সময় সুন্দর পোশাকের সঙ্গে জেল্লাহীন ত্বক কিন্তু একেবারেই মানাবে না। তাই পুজোয় জেল্লাদার ত্বক পেতে আগে থেকেই নিন ত্বকের যত্ন।
যাদের ত্বক তৈলাক্ত তারা চারকোল এবং পার্ল ফেসওয়াশ ব্যবহার করুন। এতে মুখের তেলাভাব কিছুটা হলেও কমে যাবে।
শুষ্ক ত্বকের জন্য ফ্রুট প্রোটিন যুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন।
তৈলাক্তও নয় আবার শুষ্কও নয়, এমন ত্বক রয়েছে যাদের তারা গোল্ড এবং রেডিয়ান্ট গ্লো প্যাক ব্যবহার করে দেখুন। এই ছোট ছোট বিষয় গুলি মাথায় রাখুন, দেখবেন পুজোর আগেই আপনার ত্বক হয়ে উঠবে বেশ জেল্লাদার।