পুজোর আগে কাজের ক্লান্তি কাটান গ্রিন টি দিয়ে

author-image
Harmeet
New Update
পুজোর আগে কাজের ক্লান্তি কাটান গ্রিন টি দিয়ে

​নিজস্ব সংবাদদাতঃ রোজকার কর্মব্যস্ত জীবনে ক্লান্তির ছাপ পরে আমাদের মুখে। কিন্তু পুজোর সাজের সঙ্গে সেই ক্লান্তির ছাপ একেবারেই মানায় না। তাই এই পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ দূর করুন গ্রিন টি দিয়ে। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। সকালে ঘুম থেকে উঠে গ্রিন টি পান করলে শরীরে জমা দূষিত পদার্থ সাফ হয়। যে সকালগুলি খুব ক্লান্তিকর সেই সকালে এক কাপ উষ্ণ গ্রিন টি শরীরের সব ক্লান্তি দূর করে দিতে পারে। এর সঙ্গে অল্প মধু মিশিয়ে নিলে বাড়বে বিপাকের হার। তাতে ওজনও কমবে কিছুটা।