সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: এক মহিলাকে পরকীয়া সন্দেহে মাথার চুল কেটে, মুখে কালি লাগিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দেয় একাংশ গ্রামবাসী। শনিবার রাতে ওই মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের মানুষ। অভিযোগের ভিত্তিতে তিনজন গ্রামবাসীকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল কার্তিক মণ্ডল, সুকেশ সরকার ও কৃষ্ণ দাস। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত ওই মহিলার স্বামী ও দুই সন্তান রয়েছে। তাঁর বাপের বাড়ি ফুলবাড়ি এলাকায়। ৩৫ বছরের ওই মহিলা অগাস্ট মাসে নিখোঁজ হয়ে যান। দেড় মাস পর গতকাল রাতে তিনি পানিকৌরির পেসকার পাড়ায় স্বামীর বাড়িতে ফিরে আসেন। সেসময় বাসিন্দাদের একাংশ ওই মহিলার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে জোরপূর্বক পাড়ার একটি মাঠে নিয়ে এসে চূড়ান্ত অপমান করেন। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।