সুদীপ ব্যানার্জী, দক্ষিণ দিনাজপুর: গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল এক পরীক্ষার্থী। রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা দিতে যাওয়ার একঘণ্টা আগে কলেজে ঢোকার মুখেই দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তাঁকে রশিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম বিবেক সরকার (২৫), বাড়ি মালদা জেলার কলাইবাড়ি এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বুনিয়াদপুর মহাবিদ্যালয় একটি আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।