আজাদি কা অমৃত মহোৎসব পালন করল শ্রমিকরা

author-image
Harmeet
New Update
আজাদি কা অমৃত মহোৎসব পালন করল শ্রমিকরা

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে আজাদি কা অমৃত মহোৎসব পালন করল শ্রমিকরা। রবিবার টি বোর্ডের  নির্দেশে কম বেশি সমস্ত চা বাগানেই স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগানগুলিতে শ্রমিক-মালিক পক্ষ সমবেতভাবে জাতীয় সঙ্গীতে অংশ নেয়। আজাদি কা অমৃত মহোৎসবের লোগো লাগানো চায়ের প্যাকেট শ্রমিকদের উপহার হিসেব তুলে দেন বাগান পরিচালকরা। একাধিক বাগানে টি বোর্ডের আধিকারিকরা উপস্থিত ছিলেন। টি বোর্ডের শিলিগুড়ি শাখা সূত্রে জানাগিয়েছে ‘ডুয়ার্স, তরাই ও পাহাড়ের সব বাগানের শ্রমিকরাই অনুষ্ঠানে অংশ নেন'। সেখানে ছিলেন টি বোর্ডের জলপাইগুড়ির উপ নির্দেশক সুবীর হাজরা। পাশাপাশি ক্ষুদ্র চা চাষীদের স্বনির্ভর গোষ্ঠীগুলিও আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করে।