হরি ঘোষ, দুর্গাপুর : ইনজেকশন কান্ডের মাঝেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে তিন শিশুর শরীরে কোভিডের নমুনা ধরা পড়ল। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্ট জনিত জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। আর তাতেই উদ্বেগ বাড়ছে শিল্পশহর দুর্গাপুরের। পরিস্থিতি সামাল দিতে তৎপর জেলা স্বাস্থ্য দফতর।
মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত শিশুরই কোভিড পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যেই শনিবার তিন শিশুর শরীরে কোভিডের নমুনা পাওয়া যায়। এই শিশুদের সঙ্গে সঙ্গেই কোডিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর। পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি সি এম ও এইচ কেকা মুখোপাধ্যায় জানিয়েছেন করোনার থার্ড ওয়েভ নিয়ে স্বাস্থ্য দফতর চিন্তিত। একই সঙ্গে শিশুদের অভিভাবকদের আরো সতর্ক ভাবে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন।