ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্ম শতবর্ষ

author-image
Harmeet
New Update
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্ম শতবর্ষ

সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ার: স্বাস্থ্য বিধি মেনেই আলিপুরদুয়ারের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে পালিত হলো ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্ম শতবর্ষ। জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রত্নদ্বীপ ভট্টাচার্য, ডি.আই আসানুল করিম। জেলার প্রচুর শিক্ষক -শিক্ষিকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষনে চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন " যে কঠিন সময়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর যে ভাবে শিক্ষার প্রসার ঘটিয়েছেন সেটা সমস্ত প্রজন্মের কাছেই দৃষ্টান্ত।পাশাপাশি বিধবা বিবাহ থেকে শুরু করে বিভিন্ন আইন কার্যকর করার ক্ষেত্রে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বিরাট অবদান রেখে গিয়েছেন সমাজে।"এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন সংগীত, কবিতা, আবৃত্তি পরিবেশন করেন।