এইডস সচেতনতায় বিশেষ প্রচারাভিযান

author-image
Harmeet
New Update
এইডস  সচেতনতায়  বিশেষ প্রচারাভিযান

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ   এইডস নিয়ে এখন  শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলের মানুষের মধ্যেও  সচেতনতার অভাব রয়েছে। এটিকে একটি ছোঁয়াচে রোগ বলেই এখনও ভ্রান্ত ধারণা নিয়ে চলে প্রত্যন্ত এলাকার মানুষ। আর এই ভ্রান্ত ধারণা থেকেই ‘ এইচ আই ভি’  পজিটিভ মানুষদের প্রতি নানান অসামাজিক অপ্রীতিকর ঘটনাও ঘটে। আর এসবের মাঝে  এইচ আই ভি বা এইডস্ সংক্রমণ ঠেকাতেও করণীয় বিষয় সম্পর্কেও সম্যক ধারনা নেই এখনও একটা অংশের মানুষের মধ্যে।

সচেতনায় সুরক্ষা এই বানীকে সামনে রেখে এবার শুধু মাইকিং বা ব্যানার পোস্টারিংয়েই নয়রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে লোকমাধ্যমে পুতুল নাচের মাধ্যমে অভিনব প্রচারাভিযান।জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার এইডস নিয়ে সতর্কতামুলক বার্তা তুলে ধরা হচ্ছে পুতুল নাচে পথনাটিকার মাধ্যমে।রবিবার এমনই ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের চন্দ্রকোনা পৌরসভার নং ওয়ার্ড গোঁসাইবাজার রেগুলেটেড মার্কেটে। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের তত্ত্বাবধানে মার্কেট চত্বরে পুতুল নাচের আয়োজন করা হয়,যাতে পথনাটিকার মাধ্যমে চিকিৎসক,চাষী,ব্যবসায়ী,লোকশিল্পী থেকে সাধারণ মানুষের ভূমিকায় দেখা যায় একাধিক পুতুলকে। তাদের দিয়ে নাচ গানের মাধ্যমে এইডস সচেতনতার বার্তা দেওয়া হয়।