রাহুল পাশোয়ান, আসানসোলঃ পশ্চিম বর্ধমান দাবা সংস্থা আসানসোল ইউনিটের উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, অভিজিত ঘটক, অমরনাথ চট্টাপাধ্যায়ের সহ সংস্থার প্রতিনিধিরা । এদিন রবীন্দ্র ভবনের এই অনুষ্ঠানে ৪০ জন কিশোর দাবা খেলোয়াড়দের সাথে দাবা খেলেন দিব্যেন্দু বড়ুয়া । এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিত ঘটক বলেন, আজকে ৪০ জন খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়ার সাথে খেলছে। তাঁরা সারা জীবন এটা মনে রাখবে।
অপরদিকে দিব্যেন্দু বড়ুয়া বলেন, এখন কোভিড পরিস্থিতিতে কিশোরেরা অনলাইন গেমের দিকে ঝুঁকলেও আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি , দাবা খেলার দিকে অনেকেই আগ্রহী হচ্ছেন।আমরা অপেক্ষায় আছি কবে এই পরিস্থিতি কাটিয়ে টুর্নামেন্ট শুরু করা যাবে।