উত্তপ্ত তুফানগঞ্জ, তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

author-image
Harmeet
New Update
উত্তপ্ত তুফানগঞ্জ, তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে রণক্ষেত্র হয়ে উঠল তুফানগঞ্জের গোটা এলাকা। সূত্র মারফত জানা যায়, রবিবার সকাল থেকেই দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নেয়। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনার সূত্রপাত হয় দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী বাচিরণ বেওয়ার ওপর হামলার অভিযোগ ওঠার মধ্যে দিয়ে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে নাটাবাড়ি কৃষ্ণপুর গ্রামের ঘনাপাড়া এলাকা। সংঘর্ষে ফলে দু'পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন। এদিকে আহতদের প্রথমে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত থাকতে পারে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী এবং সমাজবিরোধী।"