নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব'। যার প্রভাবে শনিবার বিকেল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে ওই দুই রাজ্যে। এবার আঁচ পড়ল কলকাতাতেও। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে মাঝারী থেকে ভারী বৃষ্টি। দোসর ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশার গোপালপুর ও অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে অন্ধ্র প্রদেশ উপকূলে কলিংগপত্তনমে রবিবার সন্ধ্যার মধ্যেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।