নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি এবং বার্নলি। সেই ম্যাচে প্রথমে একটি আত্মঘাতী গোল করেন লেস্টার সিটির জেমি ভার্ডি। এরপর নিজের দলের হয়ে জোড়া গোল করেন। ইপিএলে একই ম্যাচে একটি আত্মঘাতী গোল এবং দুইয়ের বেশি গোল করা পঞ্চম প্লেয়ার হলেন ভার্ডি। তাঁর আগে মাত্র চারজন প্লেয়ার এই নজির স্পর্শ করেছেন।