নিজস্ব সংবাদদাতা: দেখে নিন রাশি অনুযায়ী কে কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন l
মেষ– মেষ রাশির মানুষরা বেড়াতে গিয়ে কখনও অলসতা পছন্দ করেন না। সমুদ্র এঁদের পছন্দের জায়গা।
বৃষ– বৃষ রাশি খুব বাস্তববাদী হন। তাই সব রকম ঘোরার জায়গাই এঁদের পছন্দের। তবে তাঁর মধ্যেও শান্ত পরিবেশে বেশি আনন্দ পান। যেখানে ঘোরার সঙ্গে বিশ্রামও পাওয়া যাবে সে রকম জায়গা এঁদের বিশেষ পছম্দের।
মিথুন– যে সব জায়গার ঐতিহাসিক গুরুত্ব আছে বা নানা রকম তথ্য সংগ্রহ করা যায় সেই ধরনের স্থান এঁদের পছন্দের।
কর্কট– এই রাশির মানুষের সমুদ্র বেশি পছন্দের জায়গা।
সিংহ– সিংহ রাশির জাতকরা প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশি পছন্দ করেন। তাই যেখানে বেশি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় সে রকম জায়গা এঁদের উপযুক্ত।
কন্যা– কন্যা রাশির জাতকরা মনমুগ্ধকর এবং শান্ত পরিবেশ খুবই পছন্দ করেন।
তুলা– তুলা রাশির জাতকরা প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই পছন্দ করেন। পাহাড় এঁদের জন্য উপযুক্ত। মনোরম দৃশ্য যুক্ত জায়গাও এঁদের পছন্দের।
বৃশ্চিক– এই রাশির ক্ষেত্রেও সমুদ্র পছন্দের জায়গা। সমুদ্র আছে এমন কোনও জায়গা এই রাশির জন্য উপযুক্ত।
ধনু– ধনু রাশির অতি পছন্দের জায়গা জঙ্গল। যেখানে জঙ্গল আছে সেই স্থান এঁদের অত্যন্ত পছন্দের।
মকর– মকর রাশির জাতকদের পাহাড়ি এলাকা খুব পছন্দের। প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে শান্ত মনোরম জায়গায় যেতে এঁরা খুব পছন্দ করেন।
কুম্ভ– যে সব জায়গায় জঙ্গল ও পাহাড় এক সঙ্গে আছে, সে রকম জায়গা এঁদের পক্ষে উপযুক্ত।
মীন– অভিজাত কোনও শহর, ঐতিহাসিক তথ্য সম্পন্ন কোনও জায়গা এঁদের খুব পছন্দের।