আনইভেন স্কিন টোনের কারণ কী কী হতে পারে?

author-image
Harmeet
New Update
আনইভেন স্কিন টোনের কারণ কী কী হতে পারে?

নিজস্ব সংবাদদাতা:  নানা রকম কারণে আনইভেন স্কিন টোন হতে পারে। আনইভেন স্কিন টোন বা মুখের ত্বকে বিভিন্ন অংশে বিভিন্ন রং। সেই জন্য মেকআপের সাহায্য় নিতে হয়।  জেনে নিন কেন হয় আনইভেন স্কিনটোনের সমস্যা l

  • ভুল মেকআপ প্রোডাক্ট ব্যবহারের ফলে মুখের কোনও অংশের রং হয়তো অন্যরকম হয়ে যায়।
  • রোদে কারণে ত্বকে ট্যান পড়ে গিয়ে ত্বকের রং পাল্টে যেতে পারে (uneven skin tone) ।
  • বিভিন্ন স্কিন ব়্যাশের কারণেও এই সমস্যা (uneven skin tone) হতে পারে।
  • হরমোনাল পরিবর্তনের কারণেও এই ধরনের সমস্যা হতে পারে।
  • যদি হরমোনাল পরিবর্তনই আপনার আনইভেন স্কিন টোনের (uneven skin tone) কারণ হয় তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের হয় পরামর্শ নিন। কিন্তু যদি অন্যান্য কারণগুলি আপনার আনইভেন স্কিন টোনের কারণ হয় তবে কয়েকটি ঘরোয়া উপায় আপনার জন্য রয়েছে। যার সাহায্যে আপনার মুখের ত্বকের প্রতি অংশেরই আসল রং ফিরে আসবে। আপনার ত্বকের ক্ষতিও হবে না, বরং আখেরে লাভই হবে।