সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ইকোকার্ডিওগ্রাম মেশিন বসানো হলেও মেশিন চালানোর জন্য নেই বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ডাক্তার। হার্টের বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বসেছে ইকোকার্ডিওগ্রাম মেশিন। মেশিন সরবরাহকারী সংস্থা মেশিনটির ইনস্টলেশন পর্ব শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে যায়। কিন্তু অত্যাধুনিক মেশিন এলেও সমস্যা সেই বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে। এই মেশিন চালানোর জন্য কার্ডিওলজিস্ট প্রয়োজন, যা এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা হাসপাতালে একজনও নেই। সেই কারণে মেশিন কে চালাবেন, আর কীভাবে মিলবে পরিষেবা তা নিয়ে উঠেছে প্রশ্ন।যদিও কর্তৃপক্ষের দাবি, মেশিনের পাশাপাশি সেটি চালনা করার জন্যে স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ ডাক্তার পাঠানো হবে। উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায় বলেন, "হার্টের চিকিৎসার জন্য এই ইকোকার্ডিওগ্রাম মেশিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মেশিন চালানোর জন্য কার্ডিওলজিস্ট প্রয়োজন, যা এই মুহূর্তে আমাদের হাসপাতালে নেই। তবে উত্তরবঙ্গের জন্য ডাক্তার চেয়ে, যে তালিকা পাঠানো হয়েছে তাতে জলপাইগুড়ির জন্য কার্ডিওলজিস্টের উল্লেখ রয়েছে। ইতিমধ্যে ওই তালিকা থেকে ১১ জন ডাক্তারকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই একজন কার্ডিওলজিস্ট আমরা পাব।"