নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পশতুন জমিদাররা তাদের ফসল এবং ভাণ্ডার দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই মধ্য আফগানিস্তানে বসবাসকারী হাজারা সম্প্রদায়ের কৃষকদের তাদের জমি ছেড়ে যেতে একপ্রকার বাধ্য করছে তালিবানরা। হাজারা সম্প্রদায়ের রাজনৈতিক নেতা মোহাম্মদ মোহাকেক জানান, কাবুলের দক্ষিণ-পশ্চিমে ডেকুন্ডি এবং উরুজগান প্রদেশে অবস্থিত একটি প্রত্যন্ত জেলার ৮০০ টিরও বেশি পরিবারকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে তালিবানরা।