সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হল বাড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ায়। ইরা ভৌমিক নামে এক মহিলার বাড়িতে আগুন লাগে। বাড়িতে তিনি একাই থাকেন। পাশে ভাই অশোক ভৌমিকের বাড়ি। এদিন অশোকবাবুই প্রথমে ইরাদেবীর বাড়িতে আগুন দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকলকেন্দ্রে। কিন্তু ইরা ভৌমিকের বাড়ি কলাখাওয়া নদীর ধারে। সেখানে দমকলের গাড়ি ঢোকা সম্ভব নয়। তাই ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরেই আটকে যায় দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করেন। যদিও তার আগেই পুড়ে যায় ঘর ও আসবাবপত্র।