দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে, গত কয়েকদিনের প্রবল বর্ষণে জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলের তলায় বহু বিঘা কৃষিজমি। ভাঙছে মাটির বাড়ি, বিপর্যস্ত রাস্তাঘাট, সেতু। কেশপুর ব্লকের গোপীনাথপুর, কালিকাপুর, ধনভাণ্ডারা সহ বেশ কিছু এলাকা এখনও জলের তলায়।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। “বন্যা কবলিত কেশপুর-এ ২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে”। কেশপুর থানার উদ্যোগে খোলা হয়েছে কমিউনিটি কিচেন।