নিজস্ব সংবাদদাতাঃ এক ধাক্কায় অনেকটাই বাড়ল স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা। জানা গিয়েছে, রেকের সংখ্যা বাড়িয়ে ৪০ করা হল। এর আগে ৮টি করে স্টাফ স্পেশাল মেট্রো চলছিল। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, জরুরি পরিষেবায় যুক্তদের স্বার্থে বাড়ানো হল রেকের সংখ্যা।’ সোম থেকে শনি, অফিস টাইমে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।