হরি ঘোষ, দুর্গাপুর : প্রতিদিনকার মতো বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লীতে বিক্রি বাটরা করতে বসেছিলেন গোবিন্দ হালদার।অভিযোগ, এক মহিলা গ্রাহকের সাথে দু চার কথা হতে হতে হটাৎই জনা কয়েক দুষ্কৃতী এসে গোবিন্দ হালদার নাম এই ফল ব্যাবসায়ীকে ব্যাপক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় ওই ফলের ব্যাবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেন। প্রকাশ্যে দিনের আলোয় ভরা বাজারে এই ঘটনা ঘটায় এখন রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যাবসায়ীরা, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ীরা। সূত্রমাফিক জানা গেছে, বেনাচিতি বাজারে উত্তরপল্লীর কাছে ফুটপাতে ফল বিক্রি করতো গোবিন্দ হালদার, বৃহস্পতিবার বিকেলে এক মহিলা গ্রাহকের সাথে বিক্রি বাটরা নিয়ে দু এক কথা হতে হতে বচসা শুরু হয়ে যায়, এরপরই সামনের নিশান হাট বস্তি থেকে দু একজন ঐ মহিলার সাথে এসে ঐ ফল বিক্রেতাকে সামনের একটি বিল্ডিং এর সিঁড়ির মধ্যে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে, আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দ বাবুকে স্থানীয়রা দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। মৃতদেহর ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।