নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ কংসাবতী নদী ভাঙন পরিদর্শনে এলেন মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া। তাঁকে হাতের কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। আবার কেউ ফুল দিয়ে সংবর্ধনা জানালেন। মেদিনীপুর গ্রামের ধেড়ুয়া, চাঁদড়া এলাকায় প্রবল বর্ষণে ক্ষয়ক্ষতি দেখতে হাজির হন বিধায়িকা জুন মালিয়া ও মেদিনীপুর সদরের বিডিও সুদেষ্ণা দে মৈত্র। বস্ত্র ও চাল তুলে দেন দুর্গত পরিবারগুলির হাতে। ধেড়ুয়াতে কংসাবতী নদীর তীরে অনেক গুলো পরিবার বসবাস করছে আতঙ্কের মধ্যে। যে কোনো সময় নদীগর্ভে বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক দফতরে ও জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হয় নি বলে অভিযোগ। এদিন বিধায়িকাকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। নদী বাঁধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।