বরাকর চেকপোস্টে উদ্ধার আগ্নেয়াস্ত্র

author-image
Harmeet
New Update
বরাকর চেকপোস্টে উদ্ধার আগ্নেয়াস্ত্র

রাহুল পাশোয়ান, আসানসোলঃ  গতকাল  কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা-ঝাড়খন্ড সীমানার বরাকর চেকপোস্টে পুলিশের নাকা চেকিং করার সময় এক মোটর বাইক আরোহীকে আটক করে পুলিশ। ওই মোটর বাইকে থাকা যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় ২৫টি সেভেন এম.এম আগ্নেয়াস্ত্র এবং ৪৬টি কার্তুজ। এরপর ওই যুবকে আটক করে পুলিশ বরাকর ফাঁড়িতে জিজ্ঞসাবাদের জন্য নিয়ে আসে। গোটা ঘটনার তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ। গতকাল এই গোটা ঘটনার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ধৃত যুবকের নাম আস মহম্মদ ওরফে(বাবলু)কুলটি থানার কেন্দুয়া বাজারের বাসিন্দা। শুক্রবার ধৃত যুবককে কুলটি থানা থেকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।