পুজোর আগে শিল্পকে পুনরুজ্জীবিত করে তুলেছেন মহিলা সদস্যরা

author-image
Harmeet
New Update
পুজোর আগে শিল্পকে পুনরুজ্জীবিত করে তুলেছেন মহিলা সদস্যরা

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কুলদহ ডিঙ্গাল গ্রাম মিলিয়ে ১৫-২০ টি মালাকার পরিবারের বসবাস। এই দুই গ্রামে মালাকার পাড়া এখনও একডাকে পরিচিত। আগে অধিকাংশ মালাকার পরিবার পুজোর সাজসরঞ্জাম গহনা তৈরি করেই জীবিকা নির্বাহ করতো,বর্তমানে তা কমে দাঁড়িয়েছে -১০ টি পরিবারে।বাপঠাকুরদার আমল থেকে চলে আসা সোলার সাজসরঞ্জাম তৈরির কাজ বর্তমানে চালিয়ে যাচ্ছেন পরিবারের মহিলা সদস্যারা।  মালাকারদের কথায় আগে কাঁচামাল উপকরণের দাম জোগান ভালো ছিল কিন্তু বর্তমানে সোলার দাম আগুন। আগে সোলা বান্ডিলে ১৫০ টাকা ছিল এখন তা ৩৫০ টাকা হয়ে গিয়েছে,তাও সব জায়গায় মিলেনা।এর সাথে আনুষঙ্গিক উপকরণের দামও দ্বিগুণ হয়ে যাওয়ায় তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। চড়া দামে উপকরণ সামগ্রী কিনে তা তৈরি করে চড়া দামে বিক্রি করলে ক্রেতারা নিতে চাইছেন না। তবে বংশপরম্পরায় চলা একাজে  লাভ যাই হোক পুজোর মুখে তা পুনরুজ্জীবিত করতে হাল ধরেছে মহিলারাই, জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে মালাকার পরিবারের সদস্যারা।আগের বছরের তুলনায় এবছর চাহিদা বেড়েছে এবং ইতিমধ্যে বেশকিছু অর্ডারও মিলেছে, হাতে সময় কম তাই দিনরাত এক করে পুজোর সাজসরঞ্জাম গহনা তৈরিতে ব্যস্ত  চন্দ্রকোনার এই মালাকার পরিবারগুলি।