নিজস্ব সংবাদদাতাঃ পেগাসাস ইস্যুতে ফের কংগ্রেসের নিশানায় কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রমন বলেন, 'তদন্তের জন্য কমিটি গঠন করা হবে।আগামী সপ্তাহে এ বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।' আর এই নিয়েই ফের হাত শিবিরের নিশানায় কেন্দ্র। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, 'পেগাসাসকাণ্ড ঘটিয়ে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার ওপর চরম আঘাত করেছে মোদী সরকার। সুপ্রিম কোর্টের নজরদারিতে সম্পূর্ণ তদন্তই এর একমাত্র সমাধান। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষন অনুযায়ী টেকনিক্যাল কমিটি গঠন করার সিদ্ধান্ত একেবারে সঠিক পদক্ষেপ।'