নিজস্ব সংবাদদাতাঃ দিন কয়েকের নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। একাধিক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তবে তার মধ্যেই আশার কথা শোনালেন আবহবিদরা। শনিবার পর্যন্ত আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তারপর বৃষ্টির সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরের ওপর থাকা ঘূর্ণাবর্তটি সরাসরি আঘাত হানবে না দক্ষিণবঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১০ দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির কোনও সম্ভাবনা নেই।