সোনাঝুরির হাট এবারে কলকাতায়!

author-image
Harmeet
New Update
সোনাঝুরির হাট এবারে কলকাতায়!


নিজস্ব সংবাদদাতাঃ  অভিনব উদ্যোগ নিল বাদামতলা আষাঢ় সংঘের পুজো কমিটি। শুক্রবার দুপুর গড়ালেই বাদামতলা আষাঢ় সংঘের পুজো প্রাঙ্গনে বসবে বিশাল হাট। হ্যান্ডলুমের শাড়ি-পাঞ্জাবি, ডোকরার গয়না, মাটির গয়না, কাঁথাস্টিচের শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, ওড়না থেকে ঘর সাজানোর নানা জিনিস, সবই থাকবে এই হাটে। উদ্যোক্তারা বলছেন, রাসবিহারী মোড় থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে বসা এই হাটে এলে বুঝতেই পারবেন না শান্তিনিকেতনে নাকি দক্ষিণ কলকাতায় রয়েছেন আপনি।