নিজস্ব সংবাদদাতাঃ পুজোর আগেই মুখের অবাঞ্চিত ব্ল্যাকহেডস দূর করুন খুব সহজেই ঘরোয়া উপায়ে। প্রয়োজন কেবলএকটি মাঝারি মাপের আলু, এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও জল। আলু গুলোকে টুকরো করে কেটে অ্যাপেল সিডার ভিনিগারে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। ভিনিগার মেশানো সেই আলুগুলিকে মিক্সিতে ব্লেন্ড করে আইস ট্রে-তে রেখে দিন। ভালো করে মুখ ধুয়ে আইস কিউব গুলি নিয়ে ব্ল্যাকহেড আক্রান্ত জায়গায় দিনে দুই থেকে তিনবার মাসাজ করুন। সপ্তাহ খানেক এ ভাবে যত্ন নিলেই ব্ল্যাকহেডসের সমস্যা কমবে।