নিজস্ব সংবাদদাতাঃ পর পর বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতা। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, কখনও দু এক পসলা বৃষ্টি, কখনও আবার মুষলধারে বৃষ্টি।কিন্তু হাল্কা বৃষ্টিতেও জমা জলের সম্মুখীন হল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল। কলকাতাসহ, বেলদা, ডায়মন্ডহারবার ও বিভিন্ন অঞ্চলে জল জমেছে। কলকাতার মহাত্মা গান্ধী রোডে জমা জলের পরিমাণ বেশ উঁচু। আজকে বাদেও কালকে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে।